২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২০২৪ সালের মধ্যে ডিএসএলআরকে ছাড়িয়ে যাবে স্মার্টফোন

২০২৪ সালের মধ্যে ডিএসএলআরকে ছাড়িয়ে যাবে স্মার্টফোন -

আগামী দিনে স্থিরচিত্রের গুণগতমানের দিক থেকে স্মার্টফোন ডিএসএলআর ক্যামেরার জায়গা দখলে নেবে। জাপানের প্রযুক্তি ও ভিডিও গেম প্রকাশক প্রতিষ্ঠান সনির সেমিকন্ডাক্টর সলিউশনসের প্রেসিডেন্ট তেরুশি শিমিজু জানান, সামনের বছরগুলোয় আধুনিক স্মার্টফোনগুলোর ইমেজ কোয়ালিটি বা ছবির রেজুলুশন ডিএসএলআর ক্যামেরাকে ছাড়িয়ে যাবে। ছবির রেজুলুশনের দিক থেকে ইন্টারচেঞ্জেবল লেন্স ক্যামেরা একসময় দখল হারাবে। ২০২৪ সাল নাগাদ ডিএসএলআরকে ছাড়িয়ে যাবে স্মার্টফোন। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে আগামী দুই বছরে স্মার্টফোনের ইমেজ সেন্সর আরো বড় এবং উন্নত হবে।
গত কয়েক বছরে স্যামসাংয়ের বেশ কয়েকটি প্রিমিয়াম স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। ২০২৩ সালে উন্মোচন হতে যাওয়া গ্যালাক্সি এস২৩ ফোনে আইসোসেল এইচপি১-এর ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহারের ঘোষণা দিয়েছে স্যামসাং। সম্প্রতি ওই ইমেজ সেন্সর ব্যবহার করে একটি বিড়ালের দানবাকৃতির ছবি তুলেছে তারা। ইমেজ সেন্সরের দিক থেকে স্যামসাং যখন অনেক দূর এগিয়ে যাচ্ছে তখন পিছিয়ে থাকতে চায় না অ্যাপল ও গুগলের মতো প্রযুক্তি জায়ান্ট। সম্প্রতি তারা তাদের সেন্সর সরবরাহকারীদের ১০০ মেগাপিক্সেলের সেন্সর নিয়ে কাজ করতে অনুরোধ জানিয়েছে।
অ্যাপল ও গুগল ইমেজ সেন্সরের জন্য মূলত সনির ওপর নির্ভর করছে। অ্যাপল ও গুগল ক্যামেরা হার্ডওয়্যারের চেয়ে সফটওয়্যারের দিকে জোর দিয়ে আসছিল। এ জন্য অ্যাপলের সবচেয়ে দামি আইফোনেও ১২ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। কিন্তু বাজার প্রবণতার দিকে তাকিয়ে সনির ১২.২ মেগাপিক্সেলের সেন্সরের স্থলে স্যামসাংয়ের ৫০ মেগাপিক্সেলের আইসোসেল জিএন১ সেন্সর ব্যবহার শুরু করেছে গুগল। অ্যাপল জানিয়েছে পরবর্তী প্রিমিয়াম ফোন আইফোন ১৪ প্রো ও প্রো ম্যাক্সে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করবে।
সেন্সর সরবরাহকারী প্রতিষ্ঠান সনি যখন ১০০ মেগাপিক্সেলের ইমেজ সেন্সর আনার ঘোষণা দিচ্ছে তখন জাপানি প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাপল ও গুগলের মতো গ্রাহক। ডিজিটাল চ্যাট স্টেশনের বরাতে জানা গেছে, সনির আইএমএক্স৮ সিরিজের অংশ হতে পারে ১০০ মেগাপিক্সেলের ওই সেন্সর। সনির পাইপলাইনে আইএমএক্স৯ সিরিজের সেন্সর রয়েছে বলে জানা গেছে। যা স্যামসাংয়ের ৫০ মেগাপিক্সেলের আইসোসেল জিএন২ সেন্সরের সাথে টেক্কা দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ধারণা করা হচ্ছে, শাওমি ১২ আল্ট্রা ফোনে সনির আইএমএক্স৯৮৯ সেন্সর ব্যবহার হতে পারে।
স্যামসাং, সনি থেকে শুরু করে একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যামেরা প্রযুক্তির উন্নয়নে বড় বড় পদক্ষেপ এরই মধ্যে নিয়েছে। দুটি প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনে থাকা ক্যামেরার সেন্সর ও ছবির মানোন্নয়নে বড় বিনিয়োগ করেছে। সনি এরই মধ্যে দুই লেয়ারের ট্রানজিস্টর পিক্সেল প্রযুক্তির বিষয়ে আলোচনা করেছে। এটি ডিভাইসের বিভিন্ন কার্যক্রমে পরিবর্তন আনার পাশাপাশি কম আলোয় ছবি তোলার ক্ষেত্রে নয়েজ বা দূষণের পরিমাণ কমাতে সাহায্য করবে। প্রযুক্তির অগ্রগতি হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে হ্যান্ডহেল্ড ডিভাইসসহ যেকোনো ক্ষেত্রে উচ্চক্ষমতার ক্যামেরা তৈরির বিষয়ে জ্ঞান অর্জন করেছে। ক্রমবর্ধমান কোয়ান্টাম স্যাচুরেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে আগামী দুই বছরে স্মার্টফোনের ইমেজ সেন্সর আরো বড় এবং উন্নত হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

 


আরো সংবাদ



premium cement

সকল